করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরজমির নামজারিসহ ৫০ ধরনের মাশুল বাড়তে পারে আগামী বাজেটেমাঠ পর্যায় থেকে কর আদায় বাড়াতে ‘বেসরকারি ব্যক্তি’ নিয়োগ করবে সরকার : এনবিআরদেরিতে রিটার্ন জমার জরিমানা বাড়ছেব্যাগেজ রুলে বড় ধরনের সংশোধন আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড
No icon

ক্ষুদ্র ব্যবসায়ীদের কর অর্ধেক

আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ক্ষুদ্র ব্যবসায়ীদের কর বর্তমানের তুলনায় অর্ধেকে নামানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে ব্যক্তি শ্রেণির ক্ষুদ্র ব্যবসায়ীর (যেমন- মুদি দোকানি ইত্যাদি) টার্নওভারের ওপর বছরে শূন্য দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হয়। এটা কমিয়ে আগামী অর্থবছরে শূন্য দশমিক ২৫ শতাংশে নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনকালে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থন্ত্রী বলেন, বর্তমান সরকার ব্যবসা সহজীকরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বিশেষ করে ব্যক্তি শ্রেণির ব্যবসায়ী করদাতাদের করদায় লাঘবে সরকার সব সময় তৎপর। এ লক্ষ্যে ব্যক্তি করদাতাদের ব্যবসায়িক টার্নওভার, অর্থাৎ বছরে মোট পণ্য বিক্রির ওপর শতকরা ৫০ পয়সার পরিবর্তে ২৫ পয়সা হারে কর ধার্য করার প্রস্তাব করা হয়েছে।