কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে : এনবিআর চেয়ারম্যানটিআইএন থাকলেও রিটার্ন দেন না, তাদের নোটিশ দেওয়া শুরুকরনীতিতে সংস্কার চান ব্যবসায়ী নেতারামোবাইলে কথা বলার ওপর শুল্ক-কর কমানোর সুপারিশনির্মাণ খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাব
No icon

দর পতনের শীর্ষে তসরিফা ইন্ডাস্ট্রিজি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৮ অক্টোবার) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতন হয়েছে ১৯৫টির। এদিন দরপতনের শীর্ষে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে, মঙ্গলবার দিন শেষে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ৮ দশমিক ৩৩ শতাংশ। তাতে দরপতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি।

এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর আগের দিনের তুলনায় ১ টাকা ৭০ পয়সা বা ৬ দশমিক ৬৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৬ দশমিক ৪৫ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।

এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড, জুট স্পিনার্স লিমিটেড।