করনীতির ধারাবাহিকতার ওপর জোর দিলেন বিশেষজ্ঞরাআন্তর্জাতিক কাস্টমস দিবস আজ১০ পণ্য ও সেবায় ভ্যাট কমলোএয়ার পিউরিফায়ারে শুল্ক ও কর কমলোকিছু খাতে শুল্ক-কর পুনর্বিবেচনা
No icon

শেয়ারবাজারে পতনের শেষ কোথায়

চলতি অক্টোবর মাসের ১১ কর্মদিবসের মধ্যে ৯ কর্মদিবসই শেয়ারবাজারে পতন হয়েছে। মাত্র দুই কর্মদিবসে উত্থান হয়েছে। এই ৯ কর্মদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৩৬৭ পয়েন্ট। গড়ে প্রতিদিন কমেছে ৪০ পয়েন্টের বেশি। আলোচ্য ১১ কর্মদিবসে ডিএসইর মূলধন কমেছে ১৪ হাজার ২৪৫ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ০১ অক্টোবর ডিএসইর উদ্বোধনী সূচক ছিল ৫ হাজার ৬২৪ পয়েন্ট। যা ওইদিন ৩৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৮৬ পয়েন্টে। পরেরদিন ০২ অক্টোবর ডিএসইর সূচক কমেছে ১৩৩ পয়েন্ট। এভাবে দুই কর্মদিবস বাদে প্রতিদিনই সূচকের পতন দিয়ে বিনিয়োগকারীদের চোখের পানি ঝরিয়েছে।

এতে দেখা যায়, ০১ অক্টোবর ডিএসইর উদ্বোধনী বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৩ হাজার ৬১১ কোটি টাকা। যা আজ বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ১৬৬ কোটি টাকা। এ সময়ে বাজার মূলধন কমেছে ১৪ হাজার ২৪৫ কোটি টাকা।

বিনিয়োগকারীরা বলছেন, শেয়ারবাজারে এখন কোনো আশার খবর নেই। প্রতিদিনই কেবল হতাশার গল্প। বাজারের স্থিতিশীলতা ফেরাতে নীতি নির্ধারকদের নেই কোন কার্যকর পদক্ষেপ। যে কারণে শেয়ারবাজারে পতনের শেষ কোথায় কেউ জানে না।