আন্তর্জাতিক কাস্টমস দিবস আজ১০ পণ্য ও সেবায় ভ্যাট কমলোএয়ার পিউরিফায়ারে শুল্ক ও কর কমলোকিছু খাতে শুল্ক-কর পুনর্বিবেচনাভ্যাট-শুল্ক ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি
No icon

সূচকের বড় উত্থান, দেড় ঘণ্টায় ডিএসইতে লেনদেন ১৯২ কোটি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দিনের শুরুতে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। প্রথম ঘণ্টায় বেলা ১১টা পর্যন্ত মোট ১৯২ কোটি টাকার লেনদেন হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, এই সময়ে ৫ দশমিক ৫১ কোটি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড ইউনিটের ৫৬ হাজার ৬৭৫ বার হাত বদল হয়েছে। বাজারে ৩৯৩টি কোম্পানি অংশ নেয়, যার মধ্যে ২২৩টির শেয়ারের দাম বেড়েছে, ৮৩টি কমেছে এবং ৭৬টি অপরিবর্তিত রয়েছে।

প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৫৪ দশমিক ৪১ পয়েন্টে, ডিএসইএস শারিআহ সূচক ২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৭ দশমিক ৭৩ পয়েন্টে এবং ব্লু-চিপ শেয়ারগুলোর সমন্বয়ে গঠিত ডিএস৩০ সূচক ৮ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৮৫ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে।
সূত্র : ইউএনবি