কালো টাকা সাদা করার ব্যবস্থা বাতিলের চেষ্টা করা হবে : এনবিআর চেয়ারম্যানটিআইএন থাকলেও রিটার্ন দেন না, তাদের নোটিশ দেওয়া শুরুকরনীতিতে সংস্কার চান ব্যবসায়ী নেতারামোবাইলে কথা বলার ওপর শুল্ক-কর কমানোর সুপারিশনির্মাণ খাতে শুল্ক-কর কমানোর প্রস্তাব
No icon

হিরু পরিবারের ১৩৫ কোটি টাকা জরিমানা

শেয়ারবাজারে সাবেক শিবলী কমিশনের সময়কালে ব্যাপকভাবে আলোচনায় আসা কারসাজিকারক আবুল খায়ের হিরু, তাঁর পরিবারের সদস্য ও সুবিধাভোগী প্রতিষ্ঠানকে শেয়ার কারসাজির দায়ে ১৩৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই জরিমানার সিদ্ধান্ত হয়। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসইসি।

বিএসইসি জানায়, আবুল খায়ের, তাঁর পরিবার ও প্রতিষ্ঠানের বাইরে আরও দুই ব্যক্তিকে শেয়ার কারসাজির দায়ে ৫০ লাখ টাকা, গ্রাহক হিসাবে অর্থ ঘাটতির দায়ে এক ব্রোকারেজ হাউসকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া শেয়ার কারসাজির আরেক ঘটনায় তালিকাভুক্ত কোম্পানির শেয়ারধারী তিন পরিচালককে ২০ লাখ টাকা করে ৬০ লাখ টাকা জরিমানা করা হয়। আবুল খায়ের হিরুসহ তাঁর পরিবারের বাইরের পাঁচ ব্যক্তি ও এক ব্রোকারেজ হাউসকে মোট ১ কোটি ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে বিএসইসির মঙ্গলবারের সভায় উল্লেখিত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩৬ কোটি টাকার বেশি জরিমানা করা হয়