কাজে ফিরেছেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরাযুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করতে যাচ্ছে সরকারবিনা অনুমতিতে অফিসে অনুপস্থিত থাকলে ব্যবস্থা নেবে এনবিআর‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ চলবেচলমান আন্দোলনে রাজস্ব আদায় কিছুটা সমস্যা হচ্ছে : আবদুর রহমান খান
No icon

শেয়ারবাজারে আস্থার নতুন ইঙ্গিত?

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবারও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রেখেছে। টানা চার কার্যদিবস ধরে মূল্যসূচক বাড়ার এ ধারা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে, যা বাজারের শক্তিমত্তা নিয়ে কিছুটা সংশয় সৃষ্টি করছে।

ডিএসইতে বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকেই বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়তে দেখা যায়। ফলে সূচক ঊর্ধ্বমুখী অবস্থান ধরে রাখে দিনভর। বাজার শেষেও এ ধারা বজায় থাকে, যার ফলে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৯ পয়েন্ট বেড়ে ৫,২২৫ পয়েন্টে পৌঁছেছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে ১,১৬৫ পয়েন্টে নেমে এলেও বাছাই করা ৩০টি ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে ১,৯০১ পয়েন্টে দাঁড়িয়েছে।

লেনদেনের দিক থেকে দেখা গেছে, ডিএসইতে দিনভর ৪১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা আগের কার্যদিবসের তুলনায় প্রায় ৩৮ কোটি টাকা কম।