কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এইচ আর টেক্সটাইলএনবিআর ও কাস্টমসের জটিলতা নিরসনের দাবি তৈরি পোশাক ক্রেতাদেরমার্কিন শুল্ক সুবিধা কাজে লাগাতে কৌশল নেওয়ার পরামর্শ ৪০ ক্রেতারদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৭ জুলাই) দর পতনের শীর্ষে উঠে এসেছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের দর কমেছে আগের দিনের তুলনায় ২০ পয়সা বা ৫ শতাংশ। আর ১০ পয়সা বা ৫ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে পিপুলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড।

এদিন দর পতনের শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- রূপালী ব্যাংক পিএলসি, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড, তুংহাই নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড, এবং এসিআই লিমিটেড।