অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

পুরস্কার পাচ্ছে সর্বোচ্চ ভ্যাটদাতা ১২৯ প্রতিষ্ঠান

গত ২০২০-২১ অর্থবছরে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে ১২৯ প্রতিষ্ঠানকে পুরস্কারের জন্য মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে ৯টি এবং জেলা পর্যায়ে তিন ক্যাটাগরিতে ১২০টি প্রতিষ্ঠান রয়েছে। সোমবার মনোনীত প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেছে এনবিআর।এনবিআরের এক কর্মকর্তা  জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ভ্যাট দিবসের অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে। ভ্যাট প্রদানে উৎসাহ দিতে প্রতি বছর সর্বোচ্চ ভ্যাটদাতা বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে এনবিআর।জাতীয় পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে সর্বোচ্চ মূসক বা ভ্যাট পরিশোধকারী ৯ প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানগুলো হলো- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস, এসএমসি এন্টারপ্রাইজ, ওয়ালটন প্লাজা, আগোরা ও ইউনিমার্ট, বিকাশ, নগদ ও আইএফআইসি ব্যাংক।