সঞ্চয়পত্র কিনতে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে নাকর ফাঁকিবাজদের ধরতে কর্মকর্তাদের টার্গেট দেওয়া হবেআয়কর রিটার্ন জমা না দেওয়া ব্যক্তিদের নজরদারিতে আনছে এনবিআরকরপোরেট করে শর্ত শিথিল হচ্ছে বাড়ছে করমুক্ত আয়ের সীমাব্যক্তিশ্রেণির করদাতাদেরও ন্যূনতম আয়কর ৫ হাজার টাকা করা হচ্ছে
No icon

ট্যাক্স কার্ড পাচ্ছে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হয়েছে টাইমস মিডিয়া লিমিটেডসহ চার প্রতিষ্ঠান। সমকাল ও চ্যানেল ২৪ টাইমস মিডিয়া লিমিটেডের দুটি প্রতিষ্ঠান।প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া শ্রেণিতে সেরা করদাতা নির্বাচিত হওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- মিডিয়াস্টার লিমিটেড, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ও সময় মিডিয়া লিমিটেড।এ ছাড়া ইস্ট ওয়েস্ট মিডিয়ার অধীন দৈনিক কালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন সহ একাধিক দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম, টেলিভিশন ও রেডিও রয়েছে। আর সময় মিডিয়ার আওতায় রয়েছে সময় টেলিভিশন।জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ২০২১-২২ কর বছরের জন্য সাংবাদিকসহ সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে এনবিআর। এরই মধ্যে এ-সংক্রান্ত সরকারি গেজেটও প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এসব তথ্য পাওয়া গেছে। সেরা করদাতাদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও ট্যাক্স কার্ড দেবে এনবিআর।