অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

শুল্ক গোয়েন্দার ৩১ কর্মকর্তা পদে রদবদল

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার সৈয়দ মুশফিকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে শুল্ক গোয়েন্দা ডিজিসহ চার কমিশনার এবং ২৭ জন যুগ্ম কমিশনার পদে রদবদল করেছে এনবিআর। 

বুধবার (২ অক্টোবর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব আমীমুল ইহসান খানের সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। ঢাকা (পূর্ব) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটের কমিশনার মুহাম্মদ জাকির হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনারেটে বদলি করা হয়েছে।