বেশি দাম দিয়ে নিলামে ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক১৮৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ১৮৭৪ কোটি টাকার রাজস্ব ফাঁকিঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংকপ্রাইম ফাইন্যান্স গ্রুপের ২৯৬ কোটি টাকার মানি লন্ডারিংএনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
No icon

অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়লো ১৯ জুন পর্যন্ত

ঈদের দীর্ঘ ছুটি থাকায় অনলাইনে রিটার্ন দাখিলের মেয়াদ ১৯ জুন পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

অনলাইনে রিটার্ন জমার আগে প্রথমে করদাতাকে নিবন্ধন নিতে হবে। নিবন্ধন নিতে করদাতার নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করা মোবাইল ফোন নম্বর লাগবে। এ দুটি দিয়ে নিবন্ধন করে অনলাইনে রিটার্ন জমা দেয়া যাবে।

অনলাইনে আয়কর রিটার্ন তথা ই-রিটার্ন দিতে করদাতাকে কাগজপত্র আপলোড করতে বা জমা দিতে হবে না। শুধু ওই সব দলিলের তথ্য দিলেই হবে। যেমন: সনাতনী পদ্ধতিতে চাকরিজীবীদের আয়ের বা বেতন-ভাতার প্রমাণপত্র হিসেবে ব্যাংক হিসাবের এক বছরের লেনদেন বিবরণী (স্টেটমেন্ট) জমা দিলেই চলবে।

আগের বছরের ১ জুলাই থেকে পরের বছরের ৩০ জুন পর্যন্ত (অর্থ-বছর) সময়ের ব্যাংক হিসাবের স্থিতি, সুদের তথ্য ও ব্যাংক হিসাবের নম্বরসহ বিভিন্ন তথ্য দিতে হবে।