ইআরডি-র প্রতিবেদন অনুযায়ী বাড়ছে দেশি-বিদেশি ঋণের ঝুঁকিজুন নাগাদ আয়কর রিটার্ন ৪৫ লাখে উন্নীত হবেউল্কা গেমসের কর ফাঁকির ৫০ কোটি টাকা আদায়ে ব্র্যাক ব্যাংকে এনবিআরবাজেটের আকার কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলইরানের তেল রফতানিতে বাধা নেই
No icon

কর ছাড় পেল আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক

আগা খান ডেভলপমেন্ট নেটওয়ার্কের কার্যক্রমে কর ছাড় দিয়েছে সরকার। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত ২৭ জানুয়ারি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়।প্রজ্ঞাপনে বলা হয়, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের লাভজনক প্রতিষ্ঠান আগা খান ফান্ড ফর ইকোনমিক ডেভেলপমেন্টের (একেএফইডি) মুনাফা এ কোম্পানির অধীন অলাভজনক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নে দান করার শর্তে এ কোম্পানিকে আয়কর প্রদান থেকে অব্যাহতি দেয়া হলো। ইনকাম ট্যাক্স আইন ১৯৮৪ এর সেকশন ৪৪ এর সাব-সেকশন (৪) এর ক্লজ বি তে প্রদত্ত ক্ষমতাবলে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

একেএফইডি এবং এর অধিভুক্ত বাংলাদেশে পরিচালিত কোম্পানিকে ইনকাম ট্যাক্স আইন ১৯৮৪ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।