চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল পরিচালনার ভার দিতে চলেছে সৌদিকে আবারও সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়াসেরা করদাতা সম্মাননা পাচ্ছে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকোম্পানি করদাতাদের রিটার্ন দাখিলের শেষ সময় ২৮ ফেব্রুয়ারি অর্থনীতি সর্বোচ্চ ভ্যাট দিয়ে দেশসেরা ৯ প্রতিষ্ঠান
No icon

সিমের ওপর ৩৫ শতাংশ সম্পূরক কর প্রস্তাব

অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর সম্পূরক শুল্ক হার ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এ প্রস্তাব পাস হলে সিম কার্ডের দাম বাড়বে। বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ প্রস্তাব পেশ করেন। প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের ওপর ৩৫ শতাংশ সম্পূরক বসানো হয়েছে। আগে সিম কার্ডের ওপর সম্পূরক কর ছিল ১৫ শতাংশ। এবার ২০ শতাংশ কর আরোপ হলে তা দাঁড়াবে ৩৫ শতাংশে।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের ওপর সম্পূরক শুল্ক হার বাড়ানোর প্রস্তাব থাকলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ বরাদ্দ পেয়েছে ১ হাজার ৭২১ কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় ৩০৬ কোটি টাকা বেশি।