করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার দাবি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরজমির নামজারিসহ ৫০ ধরনের মাশুল বাড়তে পারে আগামী বাজেটেমাঠ পর্যায় থেকে কর আদায় বাড়াতে ‘বেসরকারি ব্যক্তি’ নিয়োগ করবে সরকার : এনবিআরদেরিতে রিটার্ন জমার জরিমানা বাড়ছেব্যাগেজ রুলে বড় ধরনের সংশোধন আনতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড
No icon

সিমের ওপর ৩৫ শতাংশ সম্পূরক কর প্রস্তাব

অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোনের সিম কার্ডের ওপর সম্পূরক শুল্ক হার ২০ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এ প্রস্তাব পাস হলে সিম কার্ডের দাম বাড়বে। বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এ প্রস্তাব পেশ করেন। প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের ওপর ৩৫ শতাংশ সম্পূরক বসানো হয়েছে। আগে সিম কার্ডের ওপর সম্পূরক কর ছিল ১৫ শতাংশ। এবার ২০ শতাংশ কর আরোপ হলে তা দাঁড়াবে ৩৫ শতাংশে।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সিম কার্ডের ওপর সম্পূরক শুল্ক হার বাড়ানোর প্রস্তাব থাকলেও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ বরাদ্দ পেয়েছে ১ হাজার ৭২১ কোটি টাকা। যা গত অর্থবছরের তুলনায় ৩০৬ কোটি টাকা বেশি।