দেশের সব কর অঞ্চলে ই-রিটার্ন হেল্প ডেস্ক চালু হয়েছে: এনবিআরকর ফাঁকিতে ‘নাম্বার ওয়ান’খ্যাত ক্রিকেটার সাকিব২০২৫–২৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৪.৮ শতাংশ কর ব্যবস্থার উন্নয়নে ৯ সদস্যের জাতীয় টাস্কফোর্স কমিটি গঠনকর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রমের বিশেষ উদ্যোগ
No icon

পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৫ অক্টোবর) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিরগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

তথ্য অনুযায়ী, এদিন ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়সা বা ৬ দশমিক ০৬ শতাংশ কমেছে। দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ইনটেক লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর  ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ার দর কমেছে ৫ দশমিক ০৩ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে এম এল ডাইং লিমিটেড, আইএসএন, আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেড, স্যালভো ক্যামিকেল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড এবং আল-হাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেড।