ইরানের তেল রফতানিতে বাধা নেইদশ পণ্যে রাজস্ব আহরণে ধসআমদানিনির্ভর নিত্যপণ্যের শুল্ককর যৌক্তিক হতে হবেমেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার চায় আইপিডিস্বর্ণালংকারে ভ্যাট কমানোর দাবি বাজুসের
No icon

শুক্রবার ভ্যাট অফিস খোলা রাখার নির্দেশ

ভ্যাট রিটার্ন দাখিলের সুবিধার্থে আগামী ১৫ই মে শুক্রবার ভ্যাটের সার্কেল অফিস খোলা রাখার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআরের সদস্য (মুসক বাস্তবায়ন ও আইটি ) মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, প্রচলিত আইন অনুযায়ী চলতি বছরের এপ্রিলের ভ্যাট রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ই মে রাত ১২টা পর্যন্ত। সে লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আগামী ১৫ই মে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন ভ্যাট রির্টান দাখিলের সুবিধার্থে ভ্যাট সার্কেলগুলোয় জুমার নামাজের বিরতি রেখে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দিয়েছে।

পাশাপাশি করোনা সংক্রান্ত সতর্কতা ও নিরাপত্তার সার্বিক ব্যবস্থা গ্রহণ করে দায়িত্ব পালন করতে কর্মকর্তাদের বলা হয়েছে।