ভ্যাট-শুল্ক ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিদেশীয় কোম্পানির ওপর করের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগশুল্ক-কর বাড়লেও দেশের মানুষের ওপর প্রভাব পড়বে না: প্রেস সচিববাড়তি কর আরোপে বেভারেজ শিল্পে হতাশাঊর্ধ্বমূল্যের বোঝার ওপর ভ্যাটের আঁটি"'
No icon

কলকাতার পর্যটন মেলায় যোগ দিয়েছে বাংলাদেশের পর্যটন কোম্পানি

কলকাতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন বা টিটিএফ মেলা। কলকাতার সায়েন্স সিটিসংলগ্ন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে গতকাল শুক্রবার শুরু হয়েছে এই মেলা। মেলায় যোগ দিয়েছে ভারতসহ বিশ্বের ৪৫০টি পর্যটন কোম্পানি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছে আটটি কোম্পানি।

এবারের এই পর্যটন মেলার অংশীদার দেশগুলো হলো শ্রীলঙ্কা, বাংলাদেশ, মৌরিতাস ও থাইল্যান্ড। এসেছে সেই সব দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা।