কমছে মোবাইল ফোন আমদানির শুল্কহারঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে বিবিএস ক্যাবলসরাজস্ব আদায়ে চার মাসে ঘাটতি ১৭ হাজার কোটি টাকারিটার্ন দাখিলের সময় বাড়ছেডিসেম্বর থেকে অনলাইনে ইউপি নেওয়া বাধ্যতামূলক করলো এনবিআর
No icon

কলকাতার পর্যটন মেলায় যোগ দিয়েছে বাংলাদেশের পর্যটন কোম্পানি

কলকাতায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পর্যটন বা টিটিএফ মেলা। কলকাতার সায়েন্স সিটিসংলগ্ন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে গতকাল শুক্রবার শুরু হয়েছে এই মেলা। মেলায় যোগ দিয়েছে ভারতসহ বিশ্বের ৪৫০টি পর্যটন কোম্পানি। বাংলাদেশ থেকে যোগ দিয়েছে আটটি কোম্পানি।

এবারের এই পর্যটন মেলার অংশীদার দেশগুলো হলো শ্রীলঙ্কা, বাংলাদেশ, মৌরিতাস ও থাইল্যান্ড। এসেছে সেই সব দেশের পর্যটন সংস্থা ও প্রতিনিধিরা।