কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এইচ আর টেক্সটাইলএনবিআর ও কাস্টমসের জটিলতা নিরসনের দাবি তৈরি পোশাক ক্রেতাদেরমার্কিন শুল্ক সুবিধা কাজে লাগাতে কৌশল নেওয়ার পরামর্শ ৪০ ক্রেতারদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার
No icon

খাদ্যে মজুদ বাড়াতে ভারতের বিকল্প বাজার খুঁজছে সরকার

খাদ্যের মজুদ বাড়াতে পাকিস্তানসহ কয়েকটি দেশ থেকে চাল আমদানি করা হবে। আমন সংগ্রহসহ বিভিন্নভাবে খাদ্যের মজুদ ২০ লাখ টনে উন্নীত করতে চায় সরকার। প্রয়োজনে ভারতের সঙ্গেও চাল আমদানির ব্যাপারে আলোচনা করা হবে। মূলত সংখ্যালঘু ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলমান থাকায় বিকল্প উৎস থেকে আমদানি বাড়িয়ে খাদ্যের মজুদ বাড়ানোই সরকারের লক্ষ্য। বর্তমানে সাত লাখ টন চালসহ খাদ্যশস্য মজুদ রয়েছে ১১ লাখ টনের ওপরে, যা গত বছরের তুলনায় আড়াই লাখ টন কম। পাকিস্তান ছাড়াও মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ডের সঙ্গেও চাল আনার ব্যাপারে যোগাযোগ চলছে। দরদামে বনিবনা হলে সংশ্লিষ্ট দেশ থেকে প্রয়োজনীয় চাল আমদানি করা হবে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।