সব কাস্টম হাউসে অনলাইনে শুল্ক-কর দেওয়া যাবেতুলা আমদানিতে অগ্রিম আয়কর প্রত্যাহার চান উদ্যোক্তারাআলোচনা শেষ না হওয়া পর্যন্ত বাড়তি শুল্ক কার্যকর হবে না ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে রূপালী ব্যাংকতিন কারণে হঠাৎ বরখাস্ত হলেন চট্টগ্রামের কাস্টম কমিশনার
No icon

১২৮৯ কোটি টাকায় সিঙ্গাপুর থেকে আনা হচ্ছে দুই কার্গো এলএনজি

সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি। ১ হাজার ২৮৯ কোটি ৭৪ লাখ টাকা দিয়ে সিঙ্গাপুরের গানভোর প্রাইভেট লিমিটেড থেকে এই এলএনজি কেনা হবে।

আজ বুধবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এসময় উপদেষ্টা জানান, ব্যবসা-বাণিজ্যে ক্ষেত্রে জ্বালানির যাতে সমস্যা না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।