মূলধনি মুনাফার করহার কমাল এনবিআরআয়কর রিটার্ন জমার সময় বাড়বে কিনা, জানাল এনবিআরচাল আমদানিতে আরও ২৩ শতাংশ করভার কমালো সরকারবছরে আয় সাড়ে ৩ লাখের নিচে হলে কর দিতে হবে নাচাল আমদানিতে শুধু ২% অগ্রিম আয়কর দিতে হবে
No icon

মূল্যস্ফীতি ও খেলাপি ঋণের ঊর্ধ্বগতি উদ্বেগজনক

দেশে মূল্যস্ফীতির হার এবং খেলাপি ঋণের ঊর্ধ্বগতি এখন বাংলাদেশে ব্যাংকের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যাংক খাতে ছয় মাস ধরে খেলাপি ঋণের হার যেভাবে বেড়েছে, তা এখন এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে; যা ব্যাংক খাতের আর্থিক ভিত্তিকে দুর্বল করে তুলেছে। তারল্য সংকট বাড়িয়েছে। বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে শক্তিশালী ও সুনিয়ন্ত্রিত একটি ব্যাংক খাত গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এ খাতে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করার বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকদের মধ্যে সুশাসনের বিষয়টি তুলে ধরা হচ্ছে। যাতে ব্যাংক ব্যবস্থাপনার প্রতি গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করা সহজ হয়। পাশাপাশি মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণেও বেশকিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।