
এখন থেকে উৎসাহ বোনাস পেতে রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের খেলাপি ও অবলোপনকৃত ঋণ থেকে আদায় দেখাতে হবে। এছাড়া মোট বিতরণকৃত ঋণ ও অগ্রিম এবং আমানত বাড়াতে হবে। এমন বিধান রেখে উৎসাহ বোনাস দেওয়ার বিষয়ে নির্দেশিকা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তবে বছরে সর্বোচ্চ তিনটি বোনাস দেওয়া যাবে। বোনাস দেওয়ার ভিত্তি আর পরিচালন মুনাফা হবে না। হবে নিট মুনাফা। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তারা বলেন, এ নির্দেশনার পর ঢালাওভাবে কর্মচারীদের আর উৎসাহ বোনাস দিতে পারবে না রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো।