সহজ ভ্যাট ব্যবস্থাপনা-আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান ব্যবসায়ীরাকরমুক্ত আয়সীমা বাড়ছে না, সুবিধা হারাতে পারে বড় রপ্তানি খাতমাইক্রোবাসে শুল্ক প্রত্যাহার দাবিমার্কিন শেয়ারবাজারে ধস, ডলারের দাম সর্বনিম্ন ২০২৩ সালে দেশের রাজস্ব ক্ষতি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
No icon

৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে উৎসে কর ৫ শতাংশ

সব ধরনের সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে ৫ শতাংশ হারে উৎসে কর দিতে হবে। এ বিষয়ে গত ২৮ আগস্ট একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রজ্ঞাপনটি রবিবার (১ সেপ্টেম্বর) প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সব ধরনের সঞ্চয়পত্রে বিনিয়োগের পরিমাণ ৫ লাখ টাকা অতিক্রম না করলে এই ধরনের বিনিয়োগ থেকে অর্জিত সুদের ওপর আগের নির্ধারণ করা উৎসে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এর আগে সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, এ-সংক্রান্ত প্রজ্ঞাপন যখনই জারি করা হোক না কেন, এই বছরের জুলাই থেকে এটি কার্যকর হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের কথা মাথায় রেখে ৫ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের মুনাফা বা সুদের ওপর ৫ শতাংশ হারে উৎসে কর নেওয়া হবে বলেও তিনি জানান।