৯ প্রতিষ্ঠানে দেওয়া অনুদানে মিলবে আয়কর রেয়াতজনকল্যাণমূলক কাজে জড়িত ৯ প্রতিষ্ঠানকে করছাড়ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেনবৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিবৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি
No icon

বৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ চেয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। সংগঠনটির ব্যানারে আন্দোলনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীরা বলছেন, এনবিআর চেয়ারম্যানের প্রতি কর্মকর্তা–কর্মচারীদের বিশ্বাস ও আস্থার অভাব তৈরি হয়েছে। এ অবস্থায় তাই তাঁর অপসারণের দাবি তোলা হয়েছে। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা এই দাবি জানান। আগামী বৃহস্পতিবারের (২৯ মে) মধ্যে তাঁকে অপসারণের আলটিমেটাম দেওয়া হয়েছে।

এ ছাড়া আন্দোলনকারীদের পক্ষ থেকে এনবিআর চেয়ারম্যানকে লাগাতার অসহযোগিতা করার কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার মোনালিসা শাহরিন, উপকর কমিশনার রইসুন নেসা, এনবিআরের দ্বিতীয় সচিব শাহাদাত জামিল। এ সময় অন্য কর্মকর্তা–কর্মচারীরা উপস্থিত ছিলেন।