৯ প্রতিষ্ঠানে দেওয়া অনুদানে মিলবে আয়কর রেয়াতজনকল্যাণমূলক কাজে জড়িত ৯ প্রতিষ্ঠানকে করছাড়ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেন পদত্যাগ করেছেনবৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবিবৃহস্পতিবারের মধ্যে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি
No icon

৯ প্রতিষ্ঠানে দেওয়া অনুদানে মিলবে আয়কর রেয়াত

এখন থেকে দেশের ৯টি প্রতিষ্ঠানে দান বা অনুদান দিলে তার ওপর অনুদানদাতাকে কোনো কর দিতে হবে না। অর্থাৎ এই করদাতার অনুকূলে আয়কর থেকে রেয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।এ নয় প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বাংলাদেশ থ্যালাসিমিয়া ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগী কল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এবং আগামী এডুকেশন ফাউন্ডেশন।প্রতিষ্ঠানগুলোর অনুকূলে দেওয়া অনুদান আয়কর রেয়াত দিয়ে গেজেট জারি করা হয়েছে।অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে থেকে জারি করা এই গেজেটে বলা হয়- জাতীয় রাজস্ব বোর্ড, আয়কার আইন, ২০২৩ (২০২৩ সালের ১২ নম্বর আইন), অতঃপর উক্ত আইন বলিয়া উল্লিখিত, এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত আইনের ষষ্ঠ তফসিলের অংশ ৩ এর অনুচ্ছেদ ২ এর দফা (১৩) এর বিধানের আওতায় প্রতিষ্ঠানগুলোকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হবে।জনকল্যাণমূলক উল্লেখ করে প্রতিষ্ঠানগুলোর অনুকূলে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক দেওয়া দান ও অনুদানকে ওই করদাতার অনুকূলে আইনের অধীনে দেওয়া আয়কর থেকে রেয়াত সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।