অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

মোল্লা সল্ট পরিবারের দুই কর্ণধার গত ৯ বছর ধরে একাধারে সেরা করদাতা হিসেবে নির্বাচিত

কর প্রদানের মাধ্যমে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশের সার্বিক উন্নয়নে সহযোগী হতে পেরে মোল্লা সল্ট পরিবার গর্বিত। নারায়ণগঞ্জ কর অঞ্চল হতে ২০২২-২০২৩ করবর্ষে প্রতিবারের মতো একই পরিবার থেকে আবারও সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোল্লা সল্টের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ক্রাউন সিমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোল্লা মোহাম্মদ মজনু। ওই কর অঞ্চল থেকে প্রথম করদাতা সম্মাননা এবং একই সঙ্গে মোল্লা সল্টের ব্যবস্থাপনা পরিচালক ও ক্রাউন সিমেন্ট পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান মোল্লা। মোল্লা সল্ট পরিবারের দুই কর্ণধার গত ৯ বছর ধরে একাধারে সেরা করদাতা হিসেবে নির্বাচিত হয়ে আসছেন।