আগামী ২০২৪-২৫ অর্থবছরে নতুন করে করপোরেট কর আড়াই শতাংশ কমতে পারে। শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির জন্য এই হার কমিয়ে ২৫ শতাংশ করা হতে পারে। তবে শর্ত সাপেক্ষে এই সুবিধা দেওয়া হবে। শর্তের মধ্যে থাকবে একক লেনদেনে ৫ লাখ টাকা এবং বার্ষিক সর্বমোট ৩৬ লাখ টাকার বেশি খরচ ও বিনিয়োগ হলে তা ব্যাংকের মাধ্যমে করতে হবে। বর্তমানে দেশে এ ধরনের শর্ত পরিপালনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে করপোরেট করহার সাড়ে ২৭ শতাংশ। আগামী ৬ জুন নতুন অর্থবছরের বাজেট ঘোষণার কথা রয়েছে। সেখানে করপোরেট কর কমানোর এ প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে। তবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে করপোরেট কর কমবে না বলে জানা গেছে। বর্তমানে তালিকাভুক্ত কোম্পানির করহার ২০ শতাংশ।
গতকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের সঙ্গে আগামী বাজেট নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী । গণভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে আগামী বাজেটে এনবিআরের পক্ষ থেকে শুল্ক-করসংক্রান্ত খসড়া প্রস্তাবগুলো তুলে ধরা হয়। বৈঠক সূত্রে করপোরেট কর কমানোর এ উদ্যোগের বিষয় জানা গেছে। গত পাঁচ বছরের মধ্যে চারবার করপোরেট কর কমানো হয়েছে। ব্যবসায়ীরাও দীর্ঘদিন ধরে করপোরেট কর কমানোর দাবি জানিয়ে আসছেন।
এ বিষয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, ‘করপোরেট কর কমানোর উদ্যোগ খুবই ভালো প্রস্তাব। কারণ, আমাদের মতো উন্নয়নশীল আর কোনো দেশে এত করপোরেট কর নেই। এ ছাড়া আশপাশের দেশগুলোর কোথাও এত হারে করপোরেট কর দিতে হয় না। করপোরেট কর কমানো হলে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগও বাড়বে।’