৬ শিল্পগোষ্ঠীর কর ফাঁকি অনুসন্ধানে এনবিআরএনবিআরের নতুন চেয়ারম্যান আব্দুর রহমানবাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে নূরুন নাহারকরজাল বাড়াতে নজর এনবিআরেরএক কোটি ৩১ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে সাদিক অ্যাগ্রো
No icon

বিএনপি নেতা আসলাম দম্পতির আয়কর নথি জব্দের আদেশ

অবৈধ সম্পদ অর্জনের অপরাধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাবন্দি বিএনপি নেতা আসলাম চৌধুরী ও তার স্ত্রী জামিলা নাজনীন মাওলার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।মামলার তদন্ত কর্মকর্তা দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (বিশেষ অনু. ও তদন্ত-১) মো. জাহাঙ্গীর আলমের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ মে) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ড. আবদুল আজিজ ভূঁইয়া এ আদেশ দেন।বুধবার (১৫ মে) বিকেলে দুদকের আইনজীবী কাজী ছানোয়ার আহমেদ লাভলু বিষয়টি  নিশ্চিত করেছেন।তিনি বলেন, দুদকের দায়েরকৃত অবৈধ সম্পদ অর্জনের মামলায় আদালত আসলাম চৌধুরী ও তার স্ত্রী জামিলা নাজনীন মাওলার আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন।এর আগে গত ১৩ ফেব্রুয়ারি দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এ মামলাটি দায়ের করেন দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক (বিশেষ অনু. ও তদন্ত-১) মো. জাহাঙ্গীর আলম। মামলায় ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪১৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও দখলে রাখার দায়ে দুদক আইনের ২৭(১) ধারায় অভিযোগ করা হয়। এরপর ওই মামলায় গত ৫ মে আসলাম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আদেশ দেন আদালত।ইসরায়েলি গোয়েন্দা মেন্দি এন সাফাদির সঙ্গে বসে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগের মামলায় ২০১৬ সালের ১৫ মে রাজধানীর কুড়িল বিশ্বরোড থেকে বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার করা হয়। আট বছর ধরে কারাবন্দি আসলাম চৌধুরীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ-নাশকতা-দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে ৫০টির অধিক মামলা রয়েছে।