জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ২০২০-২০২১ ও ২০২১-২০২২ করবর্ষে রাজস্ব ফাঁকির এই অর্থ আজ উল্কা গেমসের ব্র্যাক ব্যাংক গুলশান শাখার হিসাব থেকে পে–অর্ডার করে জমা দেওয়া হয়েছে। কর অঞ্চল ১৫–এর সার্কেল ৩১১ (কোম্পানিজ)-এর উপকর কমিশনারের কাছে এই পে–অর্ডার জমা দেওয়া হয়; এই অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য পাঠানো হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।
জানা যায়, গত ৩০ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল ১৫-এর কর্মকর্তারা ব্র্যাক ব্যাংকের গ্রাহক উল্কা গেমস লিমিটেডের হিসাব থেকে করের অর্থ সংগ্রহের জন্য গুলশান শাখায় যান। উল্কা গেমসের মালিকদের মধ্যে মালিকানা নিয়ে একটি মামলা নিষ্পত্তি না হওয়ায় তখন সেই অর্থ সরকারি কোষাগারে নেওয়া সম্ভব হয়নি। এই অনিচ্ছাকৃত অপারগতার কথা শাখা ব্যবস্থাপক লিখিতভাবে এনবিআর কর্মকর্তাদের জানান।
এরপর ১ মে হাইকোর্টের একটি অবকাশকালীন বেঞ্চ ৫ মে নির্ধারিত শুনানি পর্যন্ত উল্কা গেমসের তহবিল স্থানান্তরের বিষয়ে স্থগিতাদেশ জারি করেন। এরপর নানা আইনি প্রক্রিয়া শেষ করে আজ সরকারি কোষাগারে বকেয়া করের অর্থ জমা পড়েছে। কর অঞ্চল ১৫–এর কর কমিশনার আহসান হাবিব জানান, এক মাস ধরে নানা ধরনের আইনি প্রক্রিয়া শেষে অবশেষে এই অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে। আইনি বাধা দূর হওয়ায় ব্র্যাক ব্যাংকের হিসাব থেকে এই টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।