করমুক্ত আয়ের সীমা বাড়ানো উচিত ছিলকর-ভ্যাটের চাপ আরও বাড়বেবাজেটে নিত্যপ্রয়োজনীয় ৩০ পণ্যে কমছে করভোগ্য পণ্যে শুল্ক কমানোর পরামর্শনতুন করের বোঝা না চাপানোর অনুরোধ ডিএসই’র
No icon

রিটার্ন সনদ না ঝোলালে আরও বেশি জরিমানা

ব্যবসাপ্রতিষ্ঠানে নিজেদের আয়কর রিটার্ন দেওয়ার সনদ প্রকাশ্য স্থানে ঝুলিয়ে না রাখলে এবার আরও বেশি জরিমানার কবলে পড়তে হবে ব্যবসায়ীদের। এতদিন জরিমানার অঙ্ক পাঁচ হাজার টাকা থেকে ২০ হাজারের মধ্যে থাকলেও এবার তা বেড়ে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা হচ্ছে।অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় জরিমানার টাকা বৃদ্ধির প্রস্তাব করেন।বর্তমানে সারা দেশে আড়াই লাখের বেশি প্রতিষ্ঠানের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) আছে। তাদের প্রতিবছর রিটার্ন দেওয়ার কথা। কিন্তু বছরে গড়ে মাত্র ৫০ হাজারের মতো প্রতিষ্ঠান রিটার্ন জমা দেয়। এজন্য ব্যবসাপ্রতিষ্ঠানে রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।সহজে দৃষ্টিগোচর হয়, এমন স্থানে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র প্রদর্শন করতে হবে। অন্যথায় ৫-২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে ব্যবসায়ীদের। কারণ ব্যবসাপ্রতিষ্ঠানে রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)।এনবিআরের সদস্য (কর ব্যবস্থাপনা ও মানবসম্পদ বিভাগ) সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সই করা এক আদেশে">সৈয়দ মোহাম্মদ আবু দাউদের সই করা এক আদেশে বলা হয়, আয়কর আইনের ২৬৫ ধারায় আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ঝুলিয়ে রাখার বিধান রয়েছে। ব্যবসার স্থানে দৃষ্টিগোচরভাবে রিটার্ন জমার প্রমাণপত্র ঝুলিয়ে না রাখলে উপ-কর কমিশনার জরিমানা করতে পারবেন। জরিমানার পরিমাণ হবে পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। সব ব্যবসা প্রতিষ্ঠানে, যাদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক, তারা রিটার্ন জমার প্রমাণপত্র ঝুলিয়ে রাখছে কি না তা নিশ্চিত করতে অঞ্চলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।