প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিলে বিশেষ ব্যবস্থা করলো এনবিআররাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল ২৪ হাজার কোটি টাকাভ্যাটের সব অনলাইন সেবা এখন ই-ভ্যাট সিস্টেমেআয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়তে পারেরাজস্ব আহরণে করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে: মো. আবদুর রহমান খান
No icon

সর্বজনীন পেনশন স্কিম থেকে আসা আয় পুরোপুরি করমুক্ত

সর্বজনীন পেনশন স্কিম থেকে আসা আয় পুরোপুরি করমুক্ত থাকবে। এমনকি বিভিন্ন ধরনের পেনশন স্কিমে যে অর্থ জমা রাখা হবে, এ জন্য আপনি বছর শেষে কর রেয়াতও পাবেন।

জাতীয় সংসদে পাস হওয়া অর্থ আইনের সর্বজনীন পেনশন স্কিমের আয়কে করমুক্ত রাখা হয়েছে। অবশ্য গত নভেম্বর মাসেই প্রজ্ঞাপন জারি করে পেনশন স্কিমের আয় করমুক্ত রাখা হয়। সেটাকেই এখন অর্থ আইনে সংযুক্ত করা হয়েছে।