অনলাইনে ৯৬ ঘণ্টা ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবেরমজানে ভোজ্যতেলের দাম কমাতে কর অব্যাহতিখোদ সরকারি প্রতিষ্ঠানের শুল্ক বাকি ১৮ হাজার কোটি টাকা, ৩৭ চিঠি দিয়েও ব্যর্থ এনবিআরভ্যাটের একক রেট করতে পারলে ফাঁকি কমে যাবেজুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় জাতীয় ভ্যাট দিবস উদযাপন
No icon

করজাল সম্প্রসারণে প্রয়োজন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজস্ব কাঠামো : আশরাফ আহমেদ

ডিসিসিআইতে অনুষ্ঠিত ‘শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আয়কর ব্যবস্থাপনা’ বিষয়ক ওয়ার্কশপে এ দাবি জানান তিনি। সোমবার (১৪ জুলাই) সংগঠনটির এক বিবৃতিতে ঢাকা চেম্বার সভাপতি বলেন, ব্যবসা-বাণিজ্যে কমপ্লায়েন্সর উন্নয়নে দেশের কর ব্যবস্থাকে পুর্ণাঙ্গরূপে ঢেলে সাজানো প্রয়োজন। যার মাধ্যমে ব্যবসায় পরিচালন ব্যয় হ্রাসে পাবে পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকেও সহজ করবে। বিশেষ করে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের মান সম্পন্ন হিসাবরক্ষণ পদ্ধতি অনুসরণের মাধ্যমে কর নিরূপণ করা প্রয়োজন।