প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিলে বিশেষ ব্যবস্থা করলো এনবিআররাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল ২৪ হাজার কোটি টাকাভ্যাটের সব অনলাইন সেবা এখন ই-ভ্যাট সিস্টেমেআয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়তে পারেরাজস্ব আহরণে করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে: মো. আবদুর রহমান খান
No icon

করজাল সম্প্রসারণে প্রয়োজন স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজস্ব কাঠামো : আশরাফ আহমেদ

ডিসিসিআইতে অনুষ্ঠিত ‘শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং আয়কর ব্যবস্থাপনা’ বিষয়ক ওয়ার্কশপে এ দাবি জানান তিনি। সোমবার (১৪ জুলাই) সংগঠনটির এক বিবৃতিতে ঢাকা চেম্বার সভাপতি বলেন, ব্যবসা-বাণিজ্যে কমপ্লায়েন্সর উন্নয়নে দেশের কর ব্যবস্থাকে পুর্ণাঙ্গরূপে ঢেলে সাজানো প্রয়োজন। যার মাধ্যমে ব্যবসায় পরিচালন ব্যয় হ্রাসে পাবে পাশাপাশি ব্যবসায়িক কার্যক্রম পরিচালনাকেও সহজ করবে। বিশেষ করে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের মান সম্পন্ন হিসাবরক্ষণ পদ্ধতি অনুসরণের মাধ্যমে কর নিরূপণ করা প্রয়োজন।