৪৩ পণ্য ও সেবায় ভ্যাট বাড়ছেবায়োমেট্রিক সিমবিহীন করদাতাদের সুখবর দিল এনবিআরসিগারেটে কার্যকর করারোপ না করায় রাজস্ব হারিয়েছে সরকারআরও এক মাস বাড়ল রিটার্ন জমার সময়এনবিআর আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যাত্রা শুরু
No icon

অনলাইনে ২০ হাজার আয়কর রিটার্ন দাখিল

রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজ করতেই করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়েছে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম। অনলাইনে এপর্যন্ত ২০ হাজার আয়কর রিটার্ন দাখিল করা হয়েছে।রোববার (২২ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত করা হয়।এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন জানান, জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজেই নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। স্বতঃস্ফূর্ত ও উৎসাহিত করদাতারা ২১ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ২০ হাজার আয়কর রিটার্ন দাখিল করেছেন। যে সব করদাতা সফলভাবে রিটার্ন দাখিল করেছেন তাদের জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে অভিনন্দন জানান তিনি।