বাংলাদেশ থেকে পাট আমদানি বাড়াতে চায় পাকিস্তান ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে হাক্কানি পাল্পঅনলাইনে আয়কর রিটার্ন জমায় কাগজপত্র আপলোড করতে হবে নাযে কারণে কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পেরশুক্র ও শনিবার চালু থাকবে ঢাকা কাস্টমসের কার্যক্রম
No icon

প্রতি কর্মদিবসে আট হাজার ই-রিটার্ন জমা পড়ছে

প্রতি কর্মদিবসে গড়ে আট হাজার ই-রিটার্ন জমা পড়ছে উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, প্রথম দিকে এটা ৫০০-৬০০ ছিল, শেষের দিকে এটি ৫০ হাজার থেকে এক লাখ হলেও অবাক হব না।

আয়কর তথ্যসেবা মাস-২০২৪ এর উদ্বোধন উপলক্ষে আজ রবিবার (৩ নভেম্বর) রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, গত ২২ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনের আওতাধীন সব সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দেশের সব তফশিলি ব্যাংক, মোবাইল ফোন অপারেটর এবং বেশ কিছু বহুজাতিক কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আয়কর আইন মেনেই করা হয়েছে।