নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে ১০ বছরের কর অব্যাহতি দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিদ্যুৎ বিভাগের প্রত্যয়নপত্রের ভিত্তিতে আমদানি করা সামগ্রীর ওপর ৫ শতাংশ অগ্রিম ভ্যাট মওকুফ করা হবে।বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ও সংশ্লিষ্ট বিভাগগুলোর সচিবদের নিয়ে অনুষ্ঠিত সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।ট্যারিফ রেশনালাইজেশন অব সোলার প্যানেল শীর্ষক এক সভা অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়। এতে নবায়নযোগ্য শক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অধিকতর সুবিধা প্রদানের সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন জারি করতে পারে বলে বৈঠক সূত্রে জানা গেছে।আয়কর আইন ২০২৩ এর ধারা ৭৬ এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে নবায়নযোগ্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী যেসব কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে আরম্ভ হবে, তারা এ সুবিধা পাবে। বাণিজ্যিক উৎপাদন শুরুর পর পরবর্তী ৫ বছরের পরিবর্তে ১০ বছর শতভাগ কর অব্যাহতির সুবিধা পাবে তারা। পরবর্তী ৩ বছরে ৫০ শতাংশ ও তার পরের ২ বছরে ২৫ শতাংশ হারে কর দিতে হবে।