কর দিয়ে কেউ দেউলিয়া হয় না: এনবিআর চেয়ারম্যানকর দিয়ে কেউ দেউলিয়া হয়নিকরারোপের আগে বাজার প্রভাব বিশ্লেষণ চান ব্যবসায়ীরাআমদানিতে শুল্ক ঝুঁকি মোকাবিলায় পণ্য খালাসে নতুন পদ্ধতি বেক্সিমকোকে ৫২৫ কোটি ৪৬ লাখ টাকার চেক হস্তান্তর করেছে সরকার
No icon

কর দিয়ে কেউ দেউলিয়া হয় না: এনবিআর চেয়ারম্যান

কর দিয়ে কেউ দেউলিয়া হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেছেন, কর দিয়ে কেউ দেউলিয়া হয়েছে বলে শুনি নাই। কর তো আয়ের ওপর দেয়, ব্যয়ের ওপর নয়। তাহলে কর দিতে সমস্যা কোথায়।