প্রার্থীদের আয়কর রিটার্ন দাখিলে বিশেষ ব্যবস্থা করলো এনবিআররাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল ২৪ হাজার কোটি টাকাভ্যাটের সব অনলাইন সেবা এখন ই-ভ্যাট সিস্টেমেআয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়তে পারেরাজস্ব আহরণে করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে: মো. আবদুর রহমান খান
No icon

কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগ

কর ফাঁকির অভিযোগের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ব্রিটেনের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার। শুক্রবার হঠাৎ করেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।পদত্যাগপত্রে তিনি লেখেন, কর-সংক্রান্ত বিষয়ে নতুন বাড়ি কেনার পর আমি কোনো বিশেষজ্ঞের পরামর্শ নিইনি। এটি একটি ভুল ছিল এবং তার পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। আমি দুঃখিত।অ্যাঞ্জেলার এই সিদ্ধান্ত ব্রিটিশ সরকার ও লেবার পার্টির জন্য একটি বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা। কিয়ার স্টারমারও রেইনারের পদত্যাগে গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, রেইনারের এই বিদায়ে আমি অত্যন্ত দুঃখিত, তবে তার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই।ব্রিটেনে নতুন বাড়ি কেনা ও কর সম্পর্কিত কিছু তথ্য গোপন করার অভিযোগে বেশ কিছুদিন ধরেই বিতর্কের মুখে ছিলেন অ্যাঞ্জেলা রেইনার। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হলে তার রাজনৈতিক অবস্থানও চাপে পড়ে। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে নিজেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি।