ভ্যাট নিবন্ধন প্রদানে ছয় মাসে এনবিআরের ২৬ শতাংশ প্রবৃদ্ধিআগামী ৩ অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রা ১৮ লাখ ৯৭০০ কোটি টাকানিবন্ধন না থাকা প্রতিষ্ঠানকে ভ্যাট জালে আনতে মাঠে নামছে এনবিআরনিবন্ধনের আওতায় আসছে ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানআয়কর রিটার্ন জমার সময় বাড়তে পারে ১৫ দিন
No icon

ই–বুকে ভ্যাট অব্যাহিত দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড

ই–বুকের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আদেশে বলা হয়েছে, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার ক্ষেত্রে শুধু ই–বুকের স্থানীয় সরবরাহ ও আমদানি পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। 

এনবিআরের আদেশে বলা হয়েছে, দেশের সব পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পুস্তকের সহজলভ্যতা নিশ্চিত করা, আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা ও শিক্ষাব্যবস্থার মান উন্নয়নে ই-বুক সেবা সর্বজনীন ও সহজলভ্য করা একান্ত প্রয়োজনীয়।

এই বাস্তবতায় আধুনিক ও তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা এবং ই-বুক সেবা সর্বজনীন ও সহজলভ্য করার লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ধারা ১২৬–এর উপধারার আলোকে শুধু ই–বুকের ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।