বাধ্যতামূলক অবসর এনবিআরের দুই শীর্ষ কর্মকর্তাকে কিছু চীনা পণ্যে সর্বোচ্চ ২৪৫ শতাংশ শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্রভোজ্যতেল আমদানিতে ৫ শতাংশ আগাম কর অব্যাহতিইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কঠোর হচ্ছে বাংলাদেশ ব্যাংক১৭ হাজার কোটি টাকার শেয়ার জব্দ করা হয়েছে
No icon

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা পুঁজিবাজারে : ডিএসই ও সিএসই

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বৃদ্ধির মধ্য দিয়ে চলছে লেনদেন।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

এদিন লেনদেন শুরুর পর বেলা ১১টা পর্যন্ত ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স লেনদেন শুরুর পর থেকে ৩৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪৭ পয়েন্টে অবস্থান করছে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৫৫ ও ২২৬৬ পয়েন্টে রয়েছে।

দিনের এ সময় পর্যন্ত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৫৬টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ কোম্পানির শেয়ারের।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন শুরুর পর সিএএসপিআই সূচক অবস্থান করে ১৮ হাজার ৮২ পয়েন্টে।