নির্বাচনের পর শেয়ারবাজারে কিছুটা ইতিবাচক প্রভাব দেখা গেছে গতকাল সোমবার। নির্বাচনের পর প্রথম কার্যদিবসে এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়েছে। গত কয়েক মাসের মধ্যে এটিই ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ উত্থান। তবে সূচক বাড়লেও সেই তুলনায় লেনদেন খুব বেশি বাড়েনি।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকাল দিন শেষে বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭০ পয়েন্টে। গত দুই মাসের মধ্যে এটিই সূচকটির সর্বোচ্চ অবস্থান। এর আগে সর্বশেষ গত ৯ নভেম্বর ডিএসইএক্স সূচকটি ৬ হাজার ২৭১ পয়েন্টে ছিল।
বাজারসংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় জানা যায়, নির্বাচন নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের শঙ্কা ছিল। বড় ধরনের কোনো সংঘাত, সহিংসতা ছাড়া নির্বাচন সম্পন্ন হওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা শঙ্কামুক্ত হয়েছেন। ফলে নির্বাচনের আগে যেসব ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নিষ্ক্রিয় ছিলেন, তাঁদের কেউ কেউ এখন সক্রিয় হতে শুরু করেছেন। তার প্রভাব গতকালের বাজারে দেখা গেছে। তবে নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের একটি বড় অংশ এখনো অপেক্ষায় রয়েছেন। বাজারের ঊর্ধ্বগতি যদি কয়েক দিন টেকসই হয়, তাহলে তারাও সক্রিয় হবেন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।