প্রতি বছর ২০ লাখ লোককে করের আওতায় আনতে হবে: ফরাসউদ্দিনদুর্গাপূজার ছুটি নিয়ে এনবিআরের জরুরি নির্দেশনাবিনিয়োগে বাধা অন্যায্য কর দুর্নীতি, আমলাতন্ত্রঅগ্রণী ব্যাংকের ১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারিপাচার হওয়া অর্থ ফেরাতে বিশ্বব্যাংকের সহায়তা চাইলেন ড. মুহাম্মদ ইউনূস
No icon

ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ সেপ্টেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর দরপতনের শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল লিমিটেড।

এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে। যা দিনের সর্বনিম্ন দরও ছিল।  দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার শেয়ারদর ৬০ পয়সা কমেছে বা পতনের হার ৯ দশমিক ২৫ শতাংশ।

তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে প্রাইম ফাইন্যান্স ও তুংহাই নিটিং অ্যান্ড ডাইং, উভয়েরই দর কমেছে ৯ দশমিক ০৯ শতাংশ করে। দরপতনের শীর্ষ দশে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: ফারইস্ট ফাইন্যান্স – ৮ দশমিক ৩৩ শতাংশ , পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস – ৮ দশমিক ৩৩ শতাংশ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ – ৮ দশমিক ২৮ শতাংশ, প্রিমিয়ার লিজিং – ৭ দশমিক ১৪ শতাংশ, হামিদ ফেব্রিক্স পিএলসি – ৬ দশমিক ৯৪ শতাংশ এবং গ্লোবাল ইন্স্যুরেন্স – ৬ দশমিক ৬৬ শতাংশ।