করমুক্ত আয়ের সীমা বাড়ানো উচিত ছিলকর-ভ্যাটের চাপ আরও বাড়বেবাজেটে নিত্যপ্রয়োজনীয় ৩০ পণ্যে কমছে করভোগ্য পণ্যে শুল্ক কমানোর পরামর্শনতুন করের বোঝা না চাপানোর অনুরোধ ডিএসই’র
No icon

মেট্রোরেলের ভাড়ায় বসছে ১৫% ভ্যাট

২০২৪-২৫ অর্থবছরের প্রথম দিন থেকে মেট্রোরেলের ভাড়ায় ১৫ শতাংশ ভ্যাট বসছে। এনবিআর সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের বাজেট নিয়ে এনবিআরের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছিল। প্রধানমন্ত্রী ভ্যাটের হার কমানোর নির্দেশনা না দেওয়ায় ১৫ শতাংশ অতিরিক্ত ভ্যাট যুক্ত হবে।প্রসঙ্গত, যাত্রীর স্বার্থ বিবেচনায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। আগামী ৩০ জুন পর্যন্ত এ সুবিধা বহাল আছে। সম্প্রতি ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে এনবিআরকে চিঠি দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে নাকচ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী বাজেটে ১৫ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে অপ্রদর্শিত নগদ অর্থ, ব্যাংক আমানত প্রদর্শনের সুযোগ দেওয়া হচ্ছে। মূলত কালো টাকাকে অর্থনীতির মূল ধারায় আনতে এ উদ্যোগ। আগের মতোই অ্যামনেস্টি সুবিধা বহাল থাকায় সরকারের অন্য কোনো সংস্থা এ নিয়ে প্রশ্ন করতে পারবে না।এদিকে শেয়ারবাজারের মূলধনী আয় বা ক্যাপিটাল গেইনের ওপর করারোপের পরিকল্পনা করছে এনবিআর। বার্ষিক ৪০ লাখ টাকার বেশি ক্যাপিটাল গেইন হলে এ কর বসতে পারে। তবে করের হার সম্পর্কে জানা যায়নি। বর্তমানে শেয়ারবাজারের মূলধনী আয়ের ওপর কর নেই। অন্যদিকে করমুক্ত আয়ের সীমা বাড়ছে না। তবে বড় করদাতাদের ওপর করের বোঝা বাড়ছে। বর্তমানে ব্যক্তিশ্রেণির করদাতাদের সর্বোচ্চ করহার ২৫ শতাংশ, আগামী অর্থবছরে বাড়িয়ে ৩০ শতাংশ করা হতে পারে।