দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলারঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে এইচ আর টেক্সটাইলঢাকা স্টক এক্সচেঞ্জে দর পতনের শীর্ষে জিএসপি ফাইন্যান্সঘুষ নেওয়ার অভিযোগে সহকারী কর কমিশনার মিতু বরখাস্তপুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
No icon

এক কোটি ৩১ লাখ টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে সাদিক অ্যাগ্রো

ছাগলকাণ্ডে আলোচিত সাদিক অ্যাগ্রোর খাবারের দোকানের বিরুদ্ধে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব দোকানের ১০ কোটি টাকার পণ্য বিক্রির তথ্য গোপন করা হয়েছে। এতে ভ্যাট ফাঁকি হয়েছে এক কোটি ৩১ লাখ টাকা।বুধবার (১০ জুলাই) রাতে এনবিআর সূত্রে এসব তথ্য জানা যায়।এনবিআরের ঢাকা উত্তর ও পশ্চিম ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা গত সপ্তাহে অভিযান চালান সাদিক অ্যাগ্রোর এসব দোকানে। জব্দ করেন প্রতিষ্ঠানগুলোর নথি। পরীক্ষা- নিরীক্ষা শেষে ভ্যাট ফাঁকির তথ্য সম্পর্কে নিশ্চিত হন তারা।এনবিআর কর্মকর্তারা জানান, রাজধানীর গুলশান, তেজগাঁও, মহাখালী ও মোহাম্মদপুরের চারটি দোকানে অভিযান চালানো হয়। সাদিক অ্যাগ্রোর ব্যবসা নিবন্ধন দিয়েই এসব প্রতিষ্ঠান চালানো হচ্ছে।২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত চার দোকানে বিক্রি হয় প্রায় ১৫ কোটি টাকার পণ্য। এতে ভ্যাট আসে দেড় কোটি টাকা। কিন্তু সাদিক অ্যাগ্রো পরিশোধ করে মাত্র ১৮ লাখ টাকা। ভ্যাট ফাঁকির অভিযোগে সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এনবিআর কর্মকর্তারা।