জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্তঅনলাইনে রিটার্ন দাখিল ৬ লাখ ছাড়িয়েছেকর ব্যবস্থাপনা ও উন্নয়ন প্রকল্পে লাখ লাখ কোটি টাকার দুর্নীতিনবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে ১৫ বছর পর্যন্ত কর সুবিধাঅনলাইনে ৫ লাখের বেশি করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন
No icon

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রম ভ্যাটমুক্ত

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সব কার্যক্রমকে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে ফাউন্ডেশনে যেসব প্রতিষ্ঠান সেবা বা পণ্যের জোগান দেবে, সেক্ষেত্রের কোনো উৎসে মূসক দিতে হবে না।সম্প্রতি এনবিআর একটি আদেশ জারি করে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি অলাভজনক ও সেবাধর্মী প্রতিষ্ঠান, সেহেতু মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ (২০১২ সনের ৪৭ নং আইন) এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে এর সকল কার্যক্রমকে মূল্য সংযাজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।এছাড়া ফাউন্ডেশনের সকল প্রকার ক্রয়ের ক্ষেত্রে জোগানদার সেবাকে উৎসে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আদেশে।এনবিআর সূত্র জানায়, আন্দোলনে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের কল্যাণে দেশি-বিদেশি যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো অনুদান দিলে তা ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত আয়কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে এনবিআর। শিগগির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।এনবিআর সূত্র জানায়, আয়কর আইন ২০২৩-এর ৭৬ ও ৩৪১ ধারা অনুযায়ী জুলাই শহীদ স্মৃতি আন্দোলনে শহীদ, আহত ও ফাউন্ডেশনের ক্ষেত্রে করদাতার দেওয়া যেকোনো পরিমাণ দান, অনুদান, প্রাতিষ্ঠানিক সিএসআর, জাকাত ফাউন্ডেশনের মোট আয় থেকে বাদ দেওয়া হবে। এছাড়া ফাউন্ডেশনের সব আয়কে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত করমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।