রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়ল ২৪ হাজার কোটি টাকাভ্যাটের সব অনলাইন সেবা এখন ই-ভ্যাট সিস্টেমেআয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়তে পারেরাজস্ব আহরণে করদাতাকে বাঁচিয়ে রাখতে হবে: মো. আবদুর রহমান খান ঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে ফ্যামিলিটেক্স
No icon

অনলাইনে ভ্যাট দেওয়ার পর হার্ডকপি দাখিলদাখিল করতে হবে না

সবাইকে মূল্য সংযোজন কর (মূসক) রিটার্ন এবং সহগ ঘোষণা অনলাইনে জমা দেওয়ার পরামর্শ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (৫ নভেম্বর) এনবিআর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ড অবহিত হয়েছে যে, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট অফিসার হার্ডকপি চান, যা আইনসংগত নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে দাখিলপত্র, সহগ ঘোষণা ইত্যাদি দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না।