এয়ার পিউরিফায়ারে শুল্ক ও কর কমলোকিছু খাতে শুল্ক-কর পুনর্বিবেচনাভ্যাট-শুল্ক ও গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিদেশীয় কোম্পানির ওপর করের বোঝা চাপিয়ে দেওয়ার অভিযোগশুল্ক-কর বাড়লেও দেশের মানুষের ওপর প্রভাব পড়বে না: প্রেস সচিব
No icon

ঢাকাসহ ১৭ জেলার জুয়েলারি দোকানে ভ্যাট মেশিন বসাতে চায় এনবিআর

রাজধানী ঢাকাসহ দেশের ১৭টি জেলার সব জুয়েলারি দোকানে ভ্যাট মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।এজন্য জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে সংস্থাটি। গতকাল রোববার (১৯ জানুয়ারি) এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিলের এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।জানুয়ারির শুরুতে জুয়েলার্স সমিতির নেতাদের সঙ্গে ইএফডি স্থাপন নিয়ে আলোচনা করে এনবিআর। তখন সমিতির নেতারা জুয়েলারি খাতে ভ্যাট, ব্যাগেজ রুল, সোনা আমদানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।সমিতির নেতারা জানান, জুয়েলারি খাতে অনেক প্রতিষ্ঠান আছে, যাদের ভ্যাট নিবন্ধন নেই। অনিবন্ধিত প্রতিষ্ঠান নিবন্ধন করে সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনের পাশাপাশি অন্য সমস্যাগুলোর যুক্তিসঙ্গত সমাধান করা গেলে সরকারের রাজস্ব বাড়বে।

তখন এনবিআর থেকে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়।সভায় এনবিআরের কর্মকর্তারা জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি এলাকার সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হবে।চিঠিতে জুয়েলার্স সমিতির সভাপতির কাছে এই ১৭ জেলার বিভিন্ন এলাকার বাজার ও এলাকাভিত্তিক জুয়েলারি দোকানের তালিকা চেয়েছে এনবিআর। পূর্ণাঙ্গ তালিকা একবারে দেওয়া সম্ভব না হলেও আংশিকভাবে দেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।এনবিআরের চিঠিতে আরও বলা হয়, জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপনের বিষয়ে ২৩ জানুয়ারি অংশীজনদের নিয়ে সচেতনতামূলক অনলাইন সভা করা হবে। এরপরই জেনেক্স ইনফোসিস ইএফডি স্থাপনে মাঠপর্যায়ে কাজ করবে।