ভ্যাট নিবন্ধন প্রদানে ছয় মাসে এনবিআরের ২৬ শতাংশ প্রবৃদ্ধিআগামী ৩ অর্থবছরে এনবিআরের লক্ষ্যমাত্রা ১৮ লাখ ৯৭০০ কোটি টাকানিবন্ধন না থাকা প্রতিষ্ঠানকে ভ্যাট জালে আনতে মাঠে নামছে এনবিআরনিবন্ধনের আওতায় আসছে ভ্যাটযোগ্য সব প্রতিষ্ঠানআয়কর রিটার্ন জমার সময় বাড়তে পারে ১৫ দিন
No icon

পণ্য ও সেবায় ভ্যাটের হার কমাল এনবিআর

বেশ কিছু পণ্য ও সেবায় ভ্যাটের হার কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে ওষুধ, মোবাইল ফোন ও আইএসপি সেবা, রেস্তোরাঁ, মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ ও অন্যান্য কিছু পণ্য ও সেবায় ভ্যাটের হার পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) এ সংক্রান্ত ৪টি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, বাংলাদেশের নিজস্ব আর্থিক ভিত মজবুত করার লক্ষ্যে গত ৯ জানুয়ারি, সরকার ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫’ এবং ‘The Excises and Salt Act (Amendment) Ordinance, 2025’ অধ্যাদেশ জারি করেছে। একই উদ্দেশ্যে কতিপয় পণ্য ও সেবার ভ্যাট, সম্পূরক শুল্ক এবং আবগারি শুল্কের হার পুনঃনির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড কতিপয় প্রজ্ঞাপন জারি করা হয়।