বাজেটের আকার কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলইরানের তেল রফতানিতে বাধা নেইদশ পণ্যে রাজস্ব আহরণে ধসআমদানিনির্ভর নিত্যপণ্যের শুল্ককর যৌক্তিক হতে হবেমেট্রোরেলে ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার চায় আইপিডি
No icon

আগামী শুক্রবার পর্যন্ত হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পূজা ও সাপ্তাহিক ছুটি নিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আজ থেকে টানা আট দিন ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বৃহস্পতিবার সকালে হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। ডেপুটি কমিশনার বায়োজিদ হোসেন বলেন, পূজা ও সাপ্তাহিক ছুটিসহ আগামীকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার থেকে ৭ অক্টোবর শুক্রবার পর্যন্ত এই বন্দরে ভারত থেকে সকল প্রকর আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ ছাড়াও বন্দর অভ্যন্তরীণ কার্যক্রমও বন্ধ থাকবে। তিনি আরও বলেন, আট দিন বন্ধের পর আগামী ৮ অক্টোবর শনিবার থেকে পুনরায় বন্দরে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম স্বাভাবিক হবে।তবে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন খোলা থাকবে। ফলে ভারত-বাংলাদেশের মধ্যে সব প্রকার পাসপোর্ট যাত্রীরা নিয়মিত যাতায়াত করতে পারবেন।