জুন নাগাদ আয়কর রিটার্ন ৪৫ লাখে উন্নীত হবেউল্কা গেমসের কর ফাঁকির ৫০ কোটি টাকা আদায়ে ব্র্যাক ব্যাংকে এনবিআরবাজেটের আকার কমানোর পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলইরানের তেল রফতানিতে বাধা নেইদশ পণ্যে রাজস্ব আহরণে ধস
No icon

টিআরপির কর্তব্য কি

১.    তিনি দায়িত্বশীলতার সাথে রিটার্ন দাখিলের বাধ্যবাধকাত আছে এমন ব্যক্তি তথা যোগ্য ব্যক্তির রিটার্ন প্রস্তুত করবেন;
২.    তিনি রিটার্ন প্রস্তুত ও দাখিলের পূর্বে যোগ্য ব্যক্তির সম্মতি গ্রহণ করবেন;
৩.     তিনি রিটার্নের একটি অনুলিপি সংশ্লিষ্ট যোগ্য ব্যক্তির কাছে হস্তান্তর করবেন এবং 
৪.    রিটার্ন দাখিলের প্রমাণ ((proof of submission of return বা PSR) তার কাছে সংরক্ষণ করবেন  এবং যোগ্য ব্যক্তির নিকট হস্তান্তর করবেন।