কর ফাঁকির অভিযোগে ব্রিটেনের উপপ্রধানমন্ত্রীর পদত্যাগঢাকা স্টক এক্সচেঞ্জে দরপতনের শীর্ষে এইচ আর টেক্সটাইলএনবিআর ও কাস্টমসের জটিলতা নিরসনের দাবি তৈরি পোশাক ক্রেতাদেরমার্কিন শুল্ক সুবিধা কাজে লাগাতে কৌশল নেওয়ার পরামর্শ ৪০ ক্রেতারদেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৪৩২ দশমিক ০৮ মিলিয়ন ডলার
No icon

মানুষের ওপর করের বোঝা বাড়বে না নতুন বাজেটে

আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট আগামী জুন মাসেই দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে তিনি বলেছেন, নতুন বাজেটে মানুষের ওপর করের বোঝা বাড়ানো হবে না। তবে করের আওতা বাড়িয়ে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।আগামী বাজেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলো সময়মতো বাজেট দিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারও জুনের মধ্যেই বাজেট দিতে চায়। ব্যবসায়ী, অর্থনীতিবিদসহ অন্যান্য অংশীজনের সঙ্গে আলাপ-আলোচনা করেই বাজেট চূড়ান্ত করা হবে। তিনি বলেন, বিস্কুটের ওপর ভ্যাট কমিয়ে দেওয়া হয়েছে। আরও দু-একটা পণ্যের কথা বলা হয়েছে, যেগুলো রোজার সময় দরকার হয়।

এগুলোর বিষয়েও দেখা হবে। তা ছাড়া আগামী বাজেটে জনগণের ওপর করের বোঝা বাড়ানো হবে না। তবে কর দেওয়ার যোগ্য ব্যক্তি-প্রতিষ্ঠানকে এর আওতায় এনে রাজস্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। রোজা সামনে রেখে অর্থ উপদেষ্টার কাছে মানুষকে আশ্বস্ত করার মতো কোনো খবর আছে কিনা এ বিষয়ে তিনি বলেন, আমাদের কাছে আশ্বস্ত করার খবর হলো, আমরা যথাসাধ্য চেষ্টা করছি রোজার সময় যেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে। এদিকে দেশের জ্বালানি চাহিদা মেটাতে সুইজারল্যান্ড থেকে এক কার্গো এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ কমিটি। ৭৮৭ কোটি ৯৯ লাখ টাকায় দেশটির টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ারের কাছ থেকে এই এলএনজি কেনা হবে। এ ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সরকারি সরবরাহ অব্যাহত রাখতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সুইজারল্যান্ড থেকে ৫০ হাজার টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। প্রতি কেজি ৩৬ টাকা দরে এ গম আমদানিতে ব্যয় হবে ১৮০ কোটি ৭ লাখ টাকা। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত ও দেশীয় প্রতিষ্ঠান কাফকো থেকে ৬০ হাজার টন ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩১০ কোটি ৬ লাখ টাকা।