কমছে মোবাইল ফোন আমদানির শুল্কহারঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে বিবিএস ক্যাবলসরাজস্ব আদায়ে চার মাসে ঘাটতি ১৭ হাজার কোটি টাকারিটার্ন দাখিলের সময় বাড়ছেডিসেম্বর থেকে অনলাইনে ইউপি নেওয়া বাধ্যতামূলক করলো এনবিআর
No icon

উদ্যোক্তাদের উৎসাহিত করতে তথ্য ও প্রযুক্তি খাতে বেড়েছে বরাদ্দ

প্রস্তাবিত বাজেটে তথ্য ও প্রযুক্তি খাতে বরাদ্দ বেড়েছে। সোমবার এই খাতে ২০২৫-২৬ অর্থবছরে মোট বাজেট বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২১ কোটি ৪৪ লাখ টাকা। ২০২৪-২৫ সংশোধিত বাজেটে এর পরিমাণ ছিল ২০ কোটি ৪ হাজার ৭৩২ টাকা।

২০২৫-২৬ অর্থবছরে ১১টি প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। যেসব প্রকল্প বাস্তবায়ন করা হবে সেগুলো হলো দীক্ষা-দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে (দীক্ষা) প্রকল্প, এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম (১ম সংশোধিত), উরাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (২য় সংশোধিত), বিজিডি সক্ষমতা বৃদ্ধি (১ম সংশোধিত), প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন (১ম সংশোধিত) ইত্যাদি।